যমুনা ফিউচার পার্ক ক্রেতা সমাগমে মুখর, চলছে আনন্দময় কেনাকাটা

 যমুনা ফিউচার পার্ক

ছবি-যুগান্তর

দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিংমল যমুনা ফিউচার পার্কে চলছে অন্যরকম একটা সময়। পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে সেখানে চলছে সারাবেলা আনন্দময় কেনাকাটা। সকাল থেকে শুরু করে রাত অবধি নানা বয়সি মানুষের পদচারণায় মুখরিত। এ শপিংমলে এক ছাদের নিচে আরামদায়ক পরিবেশে পোশাক, গয়না, কসমেটিকস, ক্রোকারিজ, জুতা, পারফিউম সব কেনাকাটা করা যাচ্ছে। আর এ কারণেই যমুনা ফিউচার পার্ক হয়ে উঠেছে রাজধানীবাসীর ঈদ শপিংয়ের প্রিয় স্থান। দেশি-বিদেশি সব ব্র্যান্ডের সর্বাধুনিক ও ট্রেন্ডি পোশাকের কেনাকাটা সেখানে এখন তুঙ্গে।

Comments