বৈশাখী আনন্দের অন্যতম অংশ হলো পান্তা-ইলিশ।

 পান্তা-ইলিশের পুষ্টিগুণ

.

বৈশাখী আনন্দের অন্যতম অংশ হলো পান্তা-ইলিশ। এই পান্তা-ইলিশের রয়েছে নানারকমের স্বাস্থ্য উপকারিতা। এই পান্তায় রয়েছে শক্তিশালী এবং পুষ্টিকর সব খাদ্য উপাদান। বৈশাখ মানেই সবার আগে মনে আসে পান্তা-ইলিশের কথা। এই পান্তা-ইলিশের পুষ্টিগুণ এবং তা কেমন করে আমাদের সুস্বাস্থ্য ধরে রাখতে ভূমিকা রাখে সে সম্পর্কে বলেছেন-ট্রেইনার অ্যান্ড কনসালটেন্ট অব ন্যাচারোপ্যাথি অ্যান্ড ইয়োগা- ঐন্দ্রিলা আক্তার

Comments