চলছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র মাহে রমজান। ধর্মপ্রাণ মুসলমানরা সারা বছর এই মাসের অপেক্ষায় থাকেন। আল্লাহর সন্তুষ্টি অর্জনে সারা দিন রোজা রাখা, পরিবারের সবার সঙ্গে বসে ইফতার করা আর ইফতারিতে রকমারি আয়োজন রমজান মাসে যোগ করে বাড়তি উদ্দীপনা।
আর তাই রমজানে শহরজুড়েই নতুন ও পুরোনো রেস্তোরাঁগুলোও নতুন উদ্যমে হাজির হয়। ইফতারি নিয়ে এই ঐতিহ্যগত ধারায় এবারের রমজানে বাড়তি মাত্রা যোগ করেছে ফুডপ্যান্ডার ‘গ্র্যান্ড ইফতার টেকঅ্যাওয়ে ফেস্ট’।
ঘরে বসে পছন্দের ইফতারি অর্ডার করা ছাড়াও উৎসব প্রাঙ্গণ থেকেই পিকআপ করার সুযোগ পাচ্ছেন ফুডপ্যান্ডা ব্যবহারকারীরা। ঢাকায় দীর্ঘদিন ধরে ইফতারের জন্য প্রসিদ্ধ এমন পুরোনো রেস্তোরাঁ থেকে শুরু করে নতুন কিন্তু জনপ্রিয় সব দোকানের ইফতারি মিলছে এক ছাদের নিচেই। বনানীর ডিএনসিসি ফুডকোর্ট ও ধানমন্ডির সীমান্ত স্কয়ারে ফুডপ্যান্ডার ‘গ্র্যান্ড ইফতার টেকঅ্যাওয়ে ফেস্টে’ আশপাশের মানুষেরা এখন ঢাকার ঐতিহ্যবাহী ও বিখ্যাত সব রেস্তোরাঁর মনমাতানো খাবার ভেন্যু থেকে পিকআপ করা কিংবা বাসায় বসে ডেলিভারি নেওয়ার সুযোগ পাচ্ছেন।
Comments
Post a Comment